Apon Aloy Obiram

নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী

0

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে হরহামেশাই প্রেমের সম্পর্কের খবর চাউর হয়। এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে।

 

 

এইতো কিছুদিন আগে শোনা গিয়েছিল, জিম ট্রেনারকে মন দিয়েছেন অভিনেত্রী। এখন আবার শোনা যাচ্ছে, নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।

সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। যদিও পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়।

 

 

তবে ইন্ডাস্ট্রির ভেতরের ফিসফাস বলছে অন্য কথা!

You might also like
Leave A Reply

Your email address will not be published.