টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া এখনও নিশ্চিত নয় পাকিস্তানের। রোববার (৬ নভেম্বর) সাকিব বাহিনীর সঙ্গে লড়াইয়ের আগে ঘুম নেই পাকিস্তান ক্রিকেটারদের। তবে এরমধ্যেই সুখবর বাবর আজমদের জন্য।
দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে তাদের খেলোয়াড়দের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চাইলেই প্রোটিয়াদের মাটিতে শুরু হতে যাওয়া নতুন এই লিগে খেলতে পারবেন বাবর আজম, মোহম্মদ রিজওয়ানরা।
পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, নতুন এই প্রতিযোগিতায় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়া হবে। এর আগে পিসিবি ঠিক করেছিল, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেবে না ক্রিকেটারদের। কারণ তাতে প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সূচিতে।
দক্ষিণ আফ্রিকার প্রতিযোগিতার সময় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। দুই বোর্ড আলোচনা করে সেই সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার পরেই দক্ষিণ আফ্রিকার লিগে বাবরদের খেলার ছাড়পত্র দেয়ার কথা জানালেন রামিজ রাজারা।
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। এরইমধ্যে প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। সেখানে ৬টি দলের মধ্যে টুর্নামেন্টটি খেলা হবে। টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ সেপ্টেম্বর।
তবে নিলামে অংশ না নিলেও ওয়াইল্ড কার্ড পদ্ধতির মাধ্যমে এ লিগে খেলার সুযোগ থাকছে তাদের সামনে। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের বাইরে থেকে একজন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে।
ক্রিকইনফো জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে পিসিবির চুক্তিতে না থাকা কমপক্ষে দুজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে বাধা নেই।
জানা গেছে, এই দুই টি-টোয়েন্টি লিগের বেশিরভাগ দলই ভারতীয়দের মালিকানাধীন। তবে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ভারতীয়দের হাতে থাকলেও দুই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে না ভারতের ক্রিকেটারদের। বরাবরের মতোই বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিদেশের লিগে খেলার অনুমতি দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সব ধরনের ক্রিকেট থেকে আগেই অবসর নেয়া সুরেশ রায়নাকে দেখা যাবে আমিরাতের লিগে।
২০২৩ সালের জানুয়ারিতে হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ হবে ২০২৪ সালের শুরুর দিকে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত লিগ নিয়ে আগের অবস্থানই বজায় রেখেছেন পিসিবি কর্মকর্তারা।