Apon Aloy Obiram

৬ ম্যাচে ২১ গোল, মালদ্বীপেও ‘চ্যাম্পিয়ন’ হলেন সাবিনা

0 ২০

বাংলাদেশের পর মালদ্বীপের ক্লাবকেও শিরোপা এনে দিলেন সাবিনা খাতুন। দেশটির নারী ঘরোয়া ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দিবেহি সিফাইং। আর ক্লাবটিকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রাখেন সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক।

 

শুক্রবারের (৪ নভেম্বর) ফাইনালে এমপিএলকে ১০-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতে নেয় দিবেহি সিফাইং।

ফাইনালে ৪ গোল দিয়ে সেরা খেলোয়াড় হওয়া ছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও উঠেছে সাবিনার হাতে। ৬ ম্যাচে সব মিলিয়ে ২১ গোল করেছেন বাংলাদেশি এই গোলমেশিন।

শুধু মালদ্বীপে নয়, সব ধরনের ফুটবলেই সাবিনা রীতিমতো গোলের বন্যা বইয়ে দেন। নেপালে সাফ জেতার মিশনেও তিনি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নামে পরিণত হয়েছিলেন।

 

 

পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জেতার পথে ৮টি গোল করেন তিনি।

এদিকে, সাবিনা ছাড়াও মালদ্বীপের এই ক্লাবটির হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

You might also like
Leave A Reply

Your email address will not be published.