Apon Aloy Obiram

আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাকিব, কী কথা হলো?

0 ২৩

অ্যাডিলেইডে মুষলধারে বৃষ্টিতে দীর্ঘক্ষণ বন্ধ ছিল খেলা। তবে বৃষ্টির তোপ কমতেই খেলা শুরু করতে তড়িঘড়ি চেষ্টা আম্পায়ারদের। ডিএল মেথডে পিছিয়ে থাকা ভারতও মরিয়া ছিল মাঠে নামতে।
ক্রিকইনফোর বরাতে জানা গেছে, ভেজা মাঠে খেলা শুরু করা নিয়ে আপত্তি ছিল সাকিবের। তবে সেসব কানে তোলেননি আম্পায়ার ও ম্যাচ রেফারিরা।

 

 

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভার খেলা হয়েছিল। বাংলাদেশের সংগ্রহ ৬৬/০। ডিএলএস পার স্কোর এখন ৪৯। ফের মাঠে খেলা না গড়ালে ম্যাচে জয় পেত লাল-সবুজের দল। কারণ ডিএল আইনে ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু খেলা ফের মাঠে গড়ানোয় লক্ষ্যটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি ৫৪ বলে টাইগারদের করতে হবে ৮৫ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৪ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সর্বোচ্চ সংগ্রহ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.